সুরজ স্বাধীনতা

স্বাধীনতা দিবস (মার্চ ২০১৯)

পুলক আরাফাত
  • ৯৪
স্বাধীনতা যেমন হিমুর রয়ে থাকা রাত জেগে ঘুম ভেঙে দেখা-
খোলা দরোজা থেকে আসা সুরজ সকাল।
দুপুরের ক্লান্ত সরোবরে আলসে স্থির অপেক্ষার নাম স্বাধীনতা।
স্বাধীনতা মানে মুচকি হাসির প্রাণের প্রবনতা।
স্বাধীনতার ছন্দে বিবাদ বাধা নেই।
চোখের পরে চোখ যতদূর যায় তার নাম স্বাধীনতা।
স্বাধীনতা; উচ্ছ্বসিত বাবার কোলে-
সদ্য শিশুর মেলে থাকা চোখে স্ত্রীর কাংখিত উপহার।
স্বাধীনতা বিকেলের খোলা মাঠে শিশুদের দিব্যি হরদম ছোটাছুটি।
মনের বারতায় প্রেমিক চোখে নির্বাক তাকানো-
সমুদ্রের বিশালতা দেখা আর গর্জন শোনা প্রেমিকা বা স্ত্রীর হাত ছুঁয়ে।
স্বাধীনতা মানে মায়ের সাথে শিশুর প্রাকৃতিক মেলবন্ধন।
উৎসুক গাল টিপে দিয়ে বন্ধুর সাথে অভিমান।
স্বাধীনতা মানে বিজয়ের উদ্ভাস-
তোপধ্বনি একে একে ভোরের বাতাস কাঁপিয়ে।
স্বাধীনতা মানে গ্রামের প্রাণের মমতা গুছিয়ে একসময় শহরে উঠা দৃপ্ত তরুণ।
মনের বিলাস রাঙিয়ে হাতে তরুণীর কাঁচের চুড়ির শব্দ।
স্বাধীনতা মানে প্রিয়ার হাতে প্রথম চুম্বন।
স্বাধীনতা; সকালের মিষ্টি রোদের ঝাঁজে স্ত্রীর কোলে মাথা রেখে চোখে চোখ রাখা।
স্তব্ধ সময়কে উড়িয়ে দেয়ার নাম স্বাধীনতা।
স্বাধীনতা; বঙ্গবন্ধু বাস্তবে না থেকেও আদেশের স্রোতে বাঙ্গালীকে যুদ্ধে আহ্বানের নাম।
কি নেই স্বাধীনতা - এই শব্দে।
হাওরের পতপত বাতাসে যুবাদের উল্লাসের নামও স্বাধীনতা।
স্বাধীনতা; এক সুমহান শব্দ।
গভীর; একান্ত; উৎসুক নম্র মনের ঢেউ আর আবেগের কলতান-
সবকিছু মিলে এরই নাম তবে স্বাধীনতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রুহুল আমিন ইমন খুব ভালো হয়েছে ভাই শুভ কামনা রইল
মোঃ নুরেআলম সিদ্দিকী হাওরের পতপত বাতাসে যুবাদের উল্লাসের নামও স্বাধীনতা। স্বাধীনতা; এক সুমহান শব্দ। গভীর; একান্ত; উৎসুক নম্র মনের ঢেউ আর আবেগের কলতান- সবকিছু মিলে এরই নাম তবে স্বাধীনতা। চমতকার একটি লেখা পড়লাম, খুব ভালো লেগেছে ভাই। শুভ কামনা সবসময়...
শ্রাবনী রাজু সুন্দর কবিতা ।
বহতা নদী চোখের পরে চোখ যতদূর যায় ততদূর আমার স্বাধীনতা.....মনে ধরে গেল লাইনটা
বাসু দেব নাথ বাহ্ খুব ভালো লিখেছেন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বহু বাধা অতিক্রম করে জীবনের পাটাতনে বাঁচতে পারার যে মোহ, যে উল্লাস, যে স্থির চেতনা মনে কাজ করে তার মাঝে শুধু স্বাধীনতা ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় কি? মনের তারুণ্যে অর্জিত সফলতার নাম স্বাধীনতা। আমি এই কবিতায় মনের মানবিকের যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস কাজ করে সেটিকেই সবচেয়ে গুরুত্ব দিয়েছি। সত্যি কথা বলতে, জীবন পরাধীন সৃষ্টিকর্তার কাছে, তাই নয় কি? তবুও দমবাঁধা জীবন থেকে একটুকু সময় বের করে নিয়ে হাসতে পারার নামই স্বাধীনতা। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তারচেয়ে ধরে রাখাটাই সবচেয়ে বড় কঠিন।

২৪ জুলাই - ২০১৮ গল্প/কবিতা: ২২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪